মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

চট্টগ্রামস্থ বেসরকারী সংগঠন প্লাটফর্ম’র শিক্ষা উপকরণ পেলো বান্দরবানের লামা উপজেলার জীনামেজু অনাথ আশ্রমের শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে আশ্রয় মিলনায়তনে ৮৫ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আশ্রমের প্রতিষ্ঠাতা ভদন্ত উ: নন্দমালা থের’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্লাটফর্মের সমন্বয়কারী দৈনিক আজাদী পত্রিকার স্টাফ রিপোর্টার রতন বড়ুয়া, পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়া, ডাক্তার স্নেহাশীষ বড়ুয়া, সাংবাদিক মো. তানফিজুর রহমান ও মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আশ্রমের শিক্ষক হ্লায়ে মার্মা, শিক্ষার্থী উনে মার্মা প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কাগজ, কলম, জ্যামিতি বক্স ও পেন্সিল বক্স বিতরণ করেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে খুশিতে আত্মহারা আশ্রমের শিক্ষার্থীরা।