এম.মনছুর আলম, চকরিয়া:

চকরিয়ায় উপকূলীয় বদরখালীতে আদালতের আদেশ অমান্য করে ভূমিদস্যুরা ভাড়াটিয়া স্বশস্ত্র সন্ত্রাসী নিয়ে এক অসহায় পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।এমনকি ওই জমির মালিককে মারধর করে তাকে প্রাণে হত্যার হুমকি দেন।এ নিয়ে ভুক্তভোগী জমির মালিক একেএম নুরুল আলম(২৮জানুয়ারী)রবিবার পাঁচজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।শনিবার(২৭জানুয়ারী)উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের শহরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে,উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির আওতাধীন ও বদরখালী ৩নম্বর ওয়ার্ডের শহরিয়া পাড়া এলাকার মৃত হাজ্বী ফকির মোহাম্মদের পুত্র এ.কে.এম নুরুল আলমের পৈত্রিক বদরখালীঘোনা মৌজার ১একর ২০শতক জমি দীর্ঘ ৪৮ বছর ধরে ভোগদখল করে আসছে।উক্ত জায়গা নিয়ে একই ইউনিয়নের মাতারবাড়ী পাড়ার এলাকার মৃত হাজ্বী ছদর আহমদের পুত্র ছালেহ আহমদ তার জেঠার ও তার জমি রয়েছে দাবী করে জবর দখলের চেষ্টা চালায়।এতে বাধা প্রদান করলে তার ভাড়াটিয়া সন্ত্রসী দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন।বিরোধী জমি নিয়ে বদরখালী সমিতিতে সালিশী মামলা নং-২০৩/৮৯ দায়ের করেন ছালেহ আহমদ পূর্বের ওয়ারিশান।উক্ত মামলা দীর্ঘ শুনানী শেষে বিগত ১৯৮৯তারিখের ৬ আগস্ট ভুক্তভোগী জমির মালিকের পক্ষে রায় প্রদান করেন।এতে ক্ষুদ্ধ হয়ে কক্সবাজার জেলা সমবায় কার্যালয়ে মামলা নং-৭/৯০আপীল দায়ের করে।এতে ২০০৩সালের ২জুলাই সমিতির রায় মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ পূর্বক জমির দখল পরিমাপ করে ভোগ দখল প্রদান করেন একেএম নুরুল আলমকে। বর্ণিত ওই জমি নিয়ে পরবর্তীতে বাংলাদেশ জরীপ চালাকালীন সময়ে তার নামে ভোগ দখলে থাকায় কর্তৃপক্ষ বিএস রেকর্ডে একেএম নুরুল আলমের নামে লিপিবদ্ধ করেন।উক্ত জমি নিয়ে অভিযুক্ত বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত চকরিয়া,কক্সবাজার এ অপর মামলা নং-২৩১/২০১৩দায়ের করেন।উক্ত মামলার আদেশ নং-৪ মূলে ২০১৩সালে ১০অক্টোবর বিজ্ঞ আদালত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন।

ভুক্তভোগী জমির মালিক নুরুল আলম জানান,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্বশস্ত্র ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ২৭জানুয়ারী শনিবার সন্ধ্যার দিকে মাতারবাড়ী পাড়ার ছালেহ আহমদ তার পুত্র হুসনে মোহাম্মদ কাইফু,সাদ্দাম,নুর মোহাম্মদের পুত্র বাবুলসহ ১০/১২জনের নেতৃত্বে জমি জবর দখলের চেষ্টা চালায়।এতে বাঁধা দিতে গেলে আমাকে মারধর করে প্রাণে হত্যার হুমকি দেয়।বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতা ভোগছে।এনিয়ে একেএম নুরুল আলম বাদী হয়ে ছালেহ আহমদসহ ৫জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে বলেন,জায়গা জবর দখলের চেষ্টা ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।অভিযোগটি থানার উপপরিদর্শক(এস আই)গৌতমকে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।