যমুনাটিভি: তথ্য প্রযুক্তি আইনের সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র চূড়ান্ত খসড়ার অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয় হয়।

আইনের আওতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল গঠিত হবে বলে পরে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, সংসদে নতুন এই আইন পাস হলে আইসিটি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে।

এর পরিবর্তে এসব ধারার বিস্তারিত ব্যাখ্যা করে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে খসড়ায়। নতুন আইনে জামিনযোগ্য এবং জামিনঅযোগ্য বেশ কিছু ধারা রয়েছে বলে জানান সচিব।

একটি ধারায় বলা আছে, মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে অবমাননা করে প্রচার বা সহায়তার সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ১৪ বছর জেল ও ১ কোটি টাকা জরিমানা। ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ইলেকট্রনিক বিন্যাসে প্রচারের সাজা হবে সর্বোচ্চ ১০ বছর জেল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধে ৭ বছর জেলে থাকতে হবে। মানহানির ধারা জামিনযোগ্য করা হয়েছে নতুন আইনে।