সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা এনে দিয়েছে আমরা লাল সবুজ পতাকা ও জাতীয় সংগীত পেয়েছি। তাদের ঞ্চন শোধ করতে আমাদের সকলের দায়িত্ব নতুন প্রজন্ম হিসেবে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করে গড়ে তোলা নতুন প্রজন্মকে সমৃদ্ধ করে গড়ে তুলতে বর্তমান সরকার বিনামূল্য বইসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। ছাত্র-ছাত্রীদের মেধা ও মননশীল হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকল শিক্ষার্থীদের অবশ্যই সোনার ছেলে-মেয়ে হতে হবে, আর সেজন্য দরকার প্রচুর পড়াশুনা পর্যাপ্ত জ্ঞান আহরন ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া। তাই সকলকে মনোযোগের সহিত সুশিক্ষা গ্রহন করে মানুষের মত মানুষ হয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সোনার বাংলা গড়তে সংকল্পবদ্ধ হতে হবে।

২৯ জানুয়ারী দুপুরে মোঃ ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ, জিয়াউর রহমান,সাইফুল ইসলাম,আমির সোলতান,মঈনুল ইসলাম,পারভিন আকতার,রোকেয়া বেগম, রফিকুল ইসলাম,পরিচালনা কমিটির সদস্য ছালামত উল্লাহ, নুরুল আলম। অন্ষ্ঠুানে পরিচালনা করেন আ ন ম মঈন উদ্দিন। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ ফরিদ উদ্দিন ফাহাদ, নাসিমা আক্তার, রহিম উদ্দিন।