হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফে ‘ইত্তেহাদুল ওলামা’ গঠনকল্পে মাওঃ আবদুল হক হক্কানীর আহবানে শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামদের এক বৈঠক অনুষ্টিত হয়েছে বলে জানা গেছে।

বুধবার ৩১ জানুয়ারী টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈয়্যদিনা মোআবিয়া বিন আবু সুফিয়ান মাদরাসা মিলনায়তনে সকাল ১১টায় মিঠাপানির ছড়া মাদরাসার নাজেমে তা’লীমাত আলহাজ্ব মাওঃ মুহাম্মদ কাশেম’র সভাপতিতে ও সাংবাদিক মুহাম্মদ জুবাইরের পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও ঘোষনা করা হয়েছে।

বৈঠক সুত্রে জানা গেছে, উপদেষ্টা কমিটি ঘোষণা করার আগে উক্ত কমিটি গঠনকল্পে বিশদ আলোচনা করা হয়। এতে উত্তর লম্বরী সৈয়্যদিনা মোআবিয়া বিন আবু সুফিয়ান মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওঃ আবদুল হক, মাওঃ নুর আহমদ, গোদার বিল মাদরাসার মুহতামিম মাওঃ শফিউল্লাহ জমিরী, , মিঠাপনির ছড়া মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ আয়ুব, সদর ইউপি মেম্বার হাফেজ মাওঃ ছৈয়দুল ইসলাম, মাওঃ মোঃ তৈয়ব, হাফেজ হোছাইন আহমদ, লেংগুর বিল মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ তাহের, মুফতী জাফর উল্লাহ, সাংবাদিক মাওঃ সাইফুল ইসলাম সাইফী, হাফেজ জামাল হোছাইন, মাওঃ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন ।

বক্তাগণ বলেন ‘ওলামাদের ঐক্যবদ্ধ করতে আমরা সকলে বদ্ধপরিকর। টেকনাফ সদরের ওলামায়ে কেরামদের নিয়ে একটি সমাজ সেবামূলক দ্বীনি সংগঠন করাও প্রয়োজন। এলক্ষ্যে উপস্থিত সকলের দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন মাওঃ আবদুল হক, মাওঃ মোঃ কাশেম, মাওঃ শফিউল্লাহ জমিরী, হাফেজ মাওঃ ছৈয়দুল ইসলাম মেম্বার, হাফেজ মোঃ আয়ুব, মাওঃ মোঃ তৈয়ব, মাওঃ সাইফুল ইসলাম সাইফী, মাওঃ নুর আহমদ, নুর হাছান, হাফেজ জামাল, হাফেজ হোছাইন আহমদ। উক্ত কমিটি সংগঠনের নীতিমালা প্রনয়ণ করে শীঘ্্রই কার্যকরী পরিষদ ঘোষনা করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।