জাহাঙ্গীর আলম,টেকনাফ :

সারাদেশের ন্যায় টেকনাফে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় ১মদিন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।এসএসসিতে ৫জন এবং দাখিলে ২জনসহ মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

জানা যায়,০১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা হতে উপজেলার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়। এতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৬জন পরীক্ষার্থীদের সকলে অংশ-গ্রহণ করে। এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৭৯জন পরীক্ষার্থীদের মধ্যে ৩জন ছাত্র ও ১জন ছাত্রসহ মোট ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ ৫২জন পরীক্ষার্থীদের মধ্যে ১জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। এছাড়া দাখিল পরীক্ষার একমাত্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪শ ৯৯জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ছাত্র ও ১জন ছাত্রীসহ মোট ২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এসএসসি ও দাখিলের ৪টি কেন্দ্রে মোট ১হাজার ৭শ ৩৬জন পরীক্ষার্থীদের মধ্যে মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা এসএসসি ও দাখিল পরীক্ষার হল সমুহ পরিদর্শন করেন।