নুরুল কবির বান্দরবান :
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মহান স্বাধীনতাযুদ্ধে অগ্রণী ভুমিকা রেখেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেকারণেই পুলিশকে জনগণের বন্ধু হিসাবে অাখ্যায়িত দিয়েছেন। তিনি আরো বলেন, হাজার বছরের শ্রষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বংঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও সর্বক্ষেত্রেই জাতির কল্যাণে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার ফসল হিসেবে দেশে জনপ্রতি বর্তমান প্রবৃদ্ধির হার দাড়িয়েছে প্রায় ১৬৫০ মার্কিন ডলারে, বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পৌর শহরের বালাঘাটা পুলিশ লাইন্সে উন্নয়ন ৩টি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সমাবশে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পার্বত্য প্রতিমন্ত্রী বালাঘাটা পুলিশ লাইন্স স্কুল ভবনের উর্ধমূখি (তৃতীয় তলা) ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪৪ লাখ টাকা ব্যয়ে এ উর্ধমূখি ভবনের নির্মাণ কাজ শেষ হয়। প্রধান অতিথি পরে চারতলা বিশিষ্ট নারী পুলিশ ব্যারাক ভবন এবং পুলিশ ফায়ারিং রেঞ্জ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ দুটি প্রকল্প বাস্তবায়নে গণর্পূত বিভাগ প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকা অর্থ বরাদ্দ করে।
মত বিনিময় সভাসহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম,পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।