মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
জালালাবাদে সুপারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচে বার্সেলোনা দল চ্যাম্পিয়ন হয়েছে। ১লা ফেব্রুয়ারী বিকাল ৪টায় ফরাজী পাড়া ব্রিকফিল্ড সংলগ্ন ফুটবল মাঠে এ দল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে টাইব্রেকারে ১ গোলে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলাটি ড্র হয়। খেলা পরিচালনা করেন রেফারী কাউছার। বার্সেলোনার অধিনায়ক ছিল মহি উদ্দীন আর রিয়াল মাদ্রিদের অধিনায়ক ছিল আজিজ। ফরাজী পাড়া সুপার লীগ ফুটবল পরিচালনা কমিটি আয়োজিত এ খেলা শেষে ট্রফি বিতরণ করা হয়। এতে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে বার্সেলোনা দল। রানার্স আপ পায় রিয়াল মাদ্রিদ দল। শাউনের পরিচালনায় ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবার অন্যতম উদ্যোক্তা আজিজুল হক রুবেল। স্থানীয় হাইস্কুল শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোরহান উদ্দীন ফরাজী। বক্তারা বলেন, মাদকমুক্ত যুব সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। শরীর সুস্থ রাখতে খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প নেই।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।