আব্দুর রশিদ, বাইশারী:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় বাইশারী নুরুল উলুম হাফেজখানার মাঠে এক বিশাল কেক কেটে ৩য় বর্ষপূর্তির শুভ উদ্বোধন করা হয়। ঐসময় প্রধান অতিথির বক্তব্যে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা উপস্থিতিদের মাঝে বলেন, বৃহত্তর চট্টগ্রামে পাঠকপ্রিয় দৈনিক প্রিয় চট্টগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব-দুঃখী, অসহায়, মেহনতি মানুষের পাশের দাড়িয়ে সুখ-দুঃখের কথা সহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। তাছাড়া দৈনিক প্রিয় চট্টগ্রামের সাহসী কলম সৈনিকদের অনুসন্ধানী প্রতিবেদন প্রশাসনে নিয়োজিত লোকজনের অনেক উপকারে এসেছে। আগামীতেও এ ধরণের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতি যেন উপকৃত হয় সেদিকে লক্ষ্য রেখে ধারাবাহিক প্রতিবেদনের আহ্বান জানান। তিনি আরো বলেন, পত্রিকাটির সম্পাদকসহ নিয়োজিত সকলেই যেন আগামীতে আরো ভালো লিখনীর মাধ্যমে একধাপ এগিয়ে যায় সেজন্য তিনি আল্লাহ দরবারে প্রার্থনা সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেক কাটা শেষে নুরুল উলুম হাফেজ খানা মাঠ থেকে এক বিশাল র্যালী বের করে বাইশারী বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাফেজখানা মাঠে মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গু স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ বান্টু, সাংগঠনিক সম্পাদক এন.কে. রাশেদ, যুবলীগ নেতা মোঃ আবু জাফর, রাবার ব্যবসায়ী ফরিদুল আলম কোম্পানী, মোঃ নাজের মিয়া, মাওলানা আব্দুল মন্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাফর আলম, নাজমা খাতুন রাবার বাগানের সহকারী ম্যানেজার জাফর আলম, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সহ ক্রীড়া সম্পাদক মোঃ শাহীন, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, ইউপি সদস্য আবু তাহের, ছাত্রলীগ নেতা মোঃ মুফিজ, নুরুল উলুম হাফেজখানার শিক্ষক হাফেজ মোঃ আলম, হাফেজ মোঃ সাহাব উদ্দিন, ব্যবসায়ী মমতাজ আহমেদ প্রমুখ।
এছাড়া আলোচনাস সভায় ব্যবসায়ী, সুশিল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।