এম.জিয়াবুল হক, চকরিয়া:

চকরিয়া থানা পুলিশ নাশকতা চেষ্ঠার পরিকল্পনার অভিযোগে উপজেলা শ্রমিকদলের সাবেক সহ-সভাপতি রফিক আহমদকে (৫০) গ্রেফতার করেছে। শুক্রবার রাতে থানা পুলিশের একটিদল বাড়ি থেকে শ্রমিকদলের ওই নেতাকে গ্রেফতার করেন।

এদিকে শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার সকালে চকরিয়া বাসটার্মিনালে চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহণ শ্রমিকরা মিছিল করেছে। ওইসময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌছে প্রতিবাদকারীদের ধাওয়া দিলে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গ্রেফতারকৃত রফিক আহমদ চকরিয়া উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ও চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নাশকতা চেষ্টার পরিকল্পনার অভিযোগে উপজেলা শ্রমিকদলের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেফতার নিয়ে পরিবহণ শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।