শাহজালাল শাহেদ, চকরিয়া:

চকরিয়া আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনি দিবস পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার ৪ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটি দারুল আনসার ফাউন্ডেশনের সভাপতি মাস্টার জিয়াউর রহমান (বি.এস.সি)’র সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রুহুল আমিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল করিম।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিশনের সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট ক্রীড়ানুরাগি নূরুল আবছার বাদশা ও আবুহেনা মোস্তফা কামালসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে হাউজভিত্তিক বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।