কক্সবাজার  হাসাতে আসছে এক ঝাকঁ তারকা কমেডিয়ান। আগামী ১১ ফেব্রুয়ারী  সন্ধ্যা ৬টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ১ম কমেডি ফেস্টিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজার কমেডি ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য কমেডি উৎসবে থাকছে এক ঝাকঁ তারকা কমেডিয়ান,  ম্যাজিশিয়ান ও কক্সবাজারের কমেডিয়ানরা।

ম্যাজিশিয়ান সোহাগ  ফরহাদ বলেন আপনাদের অসংখ্য ভক্তদের দোয়াই ও ভালোবাসায় মঞ্চে নিয়ে আসবে নতুন কিছু চমক যা আপনাদের জন্য অপেক্ষা করছে।আশা করি আপনাদের মন কাড়া কিছু ম্যাজিক দিয়ে ভরিয়ে দিবে আপনাদের সন্ধ্যা। অনুষ্ঠানটি কক্সবাজারবাসী সহ আগত পর্যটকদের ভিন্ন মাত্রার বিনোদন দিবে বলে আশা করা হচ্ছে।

উক্ত ১ম কমেডি ফ্যাস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে বীচনিউজ24ডটকম,এবং গর্বিত স্পন্সর মেরিন গ্রুপ ও মেরিন কমিউনিটি সেন্টার লিংকরোড়,বীচ পাবলিক স্কুল এন্ড কলেজ লিংকরোড়, সিঙ্গার বাজারঘাটা শো-রুম। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ।