হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সীমান্ত উপজেলা টেকনাফে যাতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য সতর্কতামুলক এ সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

জানা যায়, ৪ ফেব্রুয়ারী বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্টিত সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা। এতে বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সীমান্ত উপজেলা টেকনাফে যাতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য দলমত নির্বিশেষে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি না করার পক্ষে বক্তব্য রাখেন সাবেক এমপি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ার সিআইপি, হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইন উদ্দিন খান, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব সোনা আলী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম মেম্বার, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, বিএনপি নেতা সাবেক মেম্বার মোঃ আলম, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, বিজিবি’র সুবেদার ইব্রাহীম হোসেন।