সংবাদ বিজ্ঞপ্তিঃ
আই বি এফ কক্সবাজার প্রকল্পের পরিচালনাধীন চারটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদরাসা,আল ফুয়াদ আদর্শ বালিকা মাদরাসা,আল ফুয়াদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আল ফুয়াদ একাডেমী’র বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ মতিউর রহমান খানের সভাপতিত্বে এবং ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়ার সঞালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কমিটি ও আই বি এফ শিক্ষা কমিটির সদস্য এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. শাহজাহান মিঞা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকোশলী নুরুন নাহার বেগম,খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই বি এফ কক্সবাজার প্রকল্পের সমন্বয় কর্মকর্তা মোঃ রিদুয়ানুল হক।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ররেসিডেন্সিয়াল মাদরাসার সুপার মোঃ রফিকুল্লাহ,আল ফুয়াদ আদর্শ বালিকা মাদরাসার সুপার মাওলানা সুলতান আহমদ,আল ফুয়াদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক জাফর আলম,আল ফুয়াদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

এসময় খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের টুনু,ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদরাসার এ্যাডজুটেন্ট কাজী মোসলেহ উদ্দিন,প্রবীণ শিক্ষক আব্দুল বারী সহ আই বি এফ প্রকল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,শিক্ষকমন্ডলী,শিক্ষার্থীবৃন্দ,কমর্চারীবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।পরে অথিতিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।