নুরুল কবির, বান্দরবান:
পাহাড়ে পর্যটকদের ভ্রমনে উৎসাহিত করার লক্ষ্যে আর পর্যটন শিল্পের বিকাশে বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র নীলাচলে অস্তাচল নামে একটি নতুন ভিউ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচলে এই নতুন ভিউ পয়েন্ট অস্তাচলের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর নুরে জান্নাত রুমী, নেজারত ডেপুটি কালেক্টর মো:আলী নুর খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকী মারমাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেছেন, পার্বত্য জেলা বান্দরবান দিন দিন পর্যটকদের জন্য আকর্ষনীয় জেলা হিসেবে পরিচিত লাভ করছে। জেলা প্রশাসন প্রতিদিনই পর্যটকদের ভ্রমনের নিরাপত্তা, আবাসন ও খাওয়াসহ সার্বিক বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে,। পর্যটকদের বান্দরবান ভ্রমনে আরো বেশি উৎসাহিত করতে দিন দিন বিভিন্ন পর্যটনকেন্দ্র নির্মাণ ও ভিউ পয়েন্টের উদ্বোধন করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।