সংবাদদাতা:
কক্সবাজার সদর উপজেলার পেছনে দক্ষিণ ডিককুল এলাকা থেকে আবু বকর নামের এক পরিবহন শ্রমিক নেতাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে একটি আস্তানায় হানা দিয়ে তাকে আটক করা হয় । তবে ওই আস্তানা থেকে অন্যরা পালিয়ে যায়।
আটককৃত আবু বকর (৩৫) সদর উপজেলার খরুলিয়ার দরগাহ পাড়ার রশিদ আহমদের পুত্র।
তবে, কি পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি। স্থানীয় একটি সুত্রের দাবী, উদ্ধার ইয়াবার পরিমাণ ৩০ হাজারের কম হবেনা। তাকে ছাড়িয়ে নিতে সারা দিন জোর লবিং তদবির চলছিল।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মাইনুদ্দিন জানিয়েছেন, আবু বকর নামের একজনকে ডিককুল এলাকা থেকে আটক করা হয়েছে। একটি আস্তানায় অভিযান চালানো হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, আবু বকর একজন মাদকসেবী। তিনি ইয়াবা ব্যবসার সাথেও জড়িত। ইয়াবাসহ কুমিল্লায় আটক হয়ে কারাগারে যাওয়ায় কক্সবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে ইতিপূর্বে বহিস্কারও করা হয়েছে। এরপরও বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইয়াবা পাচারে শ্রমিকদের চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বাস টার্মিনাল এলাকায় আবু বকর একজন অপরাধী হিসেবে পরিচিত।