সোয়েব সাঈদ, রামু :

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজার-রামুতে বিগত ৪ বছরে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার ৪৪ বছরেও হয়নি। আওয়ামীলীগ সরকার উন্নয়নের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনে সফলভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আবারও ক্ষমতায় আসলে দেশ বিশে^র উন্নয়নশীল দেশে পরিনত হবে।

সাংসদ কমল বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নে নোনাছড়ি বটতলী স্টেশনে ‘চা বাগান হতে নোনাছড়ি বটতল পর্যন্ত চেয়ারম্যান রিয়াজ উল আলম সড়ক’ এর নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় সমাজসেবক মনিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, প্রবীন আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবছার কামাল সিকদার, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সহ সাধারণ সম্পাদক আবু বক্কর, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বখত বাবুল, সমাজসেবক শরীফুল আলম চৌধুরী, অধ্যাপক বশিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, ইউপি সদস্য জসিমুল ইসলা, আবু তালেব ও আবদুস ছালাম, সাবেক ইউপি সদস্য মোক্তার আহমদ, রুস্তম আলী, ওবাইদুল হক, আবদুস সোবহান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কপিল উদ্দিন।

এরআগে সাংসদ সাইমুম সরওয়ার কমল ও অতিথিবৃন্দ বাগান হতে নোনাছড়ি বটতল পর্যন্ত চেয়ারম্যান রিয়াজ উল আলম সড়ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাংসদ কমল আরো বলেন, উন্নয়ন কর্মকান্ড দেশে বিরোধী দলের নেতাকর্মীরা এখন দিশেহারা হয়ে পড়েছে। এত উন্নয়ন অতীতে কেউ দেখেনি। রামুবাসীর সকল চাহিদা পর্যায়ক্রমে পূরন করা হবে। এরই মধ্যে রামুর বিদ্যুৎহীন সব এলাকায় বিদ্যুৎ দেয়া হয়েছে। আংশিক যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেখানেও বৈদ্যুতিক লাইন স্থাপনের প্রক্রিয়া চলছে। শহরের চেয়ে গ্রামে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেশী উন্নয়ন করা হচ্ছে। যাতে গ্রামের মানুষ সহজে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন করতে পারে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত জনতার প্রতি আহবান জানান।

সমাবেশের শুরুতে আশপাশের এলাকা থেকে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তুরের জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হতে শুরু করে। সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।