সিবিএন ডেস্ক:
সিরিয়ার পূর্বাঞ্চলে পাল্টা মার্কিন বিমান হামলায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী শতাধিক সেনা নিহত হয়েছে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, দেইর আল-জুর অঞ্চলে সিরিয়ান সৈন্যদের একটি হামলার পর প্রায় পাচঁশ বিরোধী সেনা, ট্যাংক, একাধিক রকেট লঞ্চার ও মর্টার নিয়ে ওই পাল্টা হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ হামলাকে সন্ত্রাসবাদের সমর্থনে এক নতুন আগ্রাসন হিসেবে উল্লেখ করছে।

অন্যদিকে, আসাদ ও রুশ বাহিনী রাজধানী দামেস্কের বাইরে পূর্ব ঘৌটা শহরে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো অন্তত ছয়টি লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালিয়েছে। চারদিনের এ হামলায় প্রায় দুইশ মানুষ প্রাণ হারিয়েছেন।