-তসলিমা নাসরিন
কাল একজনের সঙ্গে দেখা হল। যা বলল , তা হলো, ভারতকে হিন্দু রাষ্ট্র করা হবে, অহিন্দু যারা আছে, তাদের সবাইকে মেরে ফেলা হবে, যদি মরতে না চায় ওরা, তবে ওদের সবাইকে হিন্দু হতে হবে, নয়তো ভারত থেকে তাদের চলে যেতে হবে। মসজিদ্গুলোকে সব মন্দির করে ফেলা হবে।
আমি ঠিক জানি না, এরকম যারা ভাবছে, তাদের সংখ্যা অনেক কিনা। ভারতকে সেক্যুলার রাষ্ট্র হিসেবে জানি, তাই ভালবাসি, আস্থা রাখি। ভারত কি বদলে যাচ্ছে? বদলে যাবে? হিন্দু ধর্মের উদারতার কথা জানি, কেউ একে মানতেও পারে, না মানতেও পারে, মানার জন্য ইসলাম ধর্মের মতো জোর জবরদস্তি নেই। না মানলে দুররা মারা, জেলে ভরা, ফাঁসি দেওয়া, শুলে চড়ানো, কুপিয়ে মেরে ফেলা– এসব নেই। প্রচুর কুসংস্কার আছে। কিন্তু অনেক কুসংস্কার সময়ের সঙ্গে চলেও গেছে। শুধু হিন্দু থাকবে ভারতে, আর কেউ থাকতে পারবে না, হিন্দু বা হিন্দুত্ব নিয়ে কোনও কথা বললে গুলি করে মেরে দেব — এই কথাগুলো আমার কাছে নতুন। সেই আশির দশক থেকে নারীর সমানাধিকার নিয়ে কথা বলতে গিয়ে সব ধর্ম আর সব ধর্মীয় মৌলবাদের সমালোচনা করছি। হিন্দু ধর্ম আর হিন্দু সমাজের নারীবিরোধী কুসংস্কারের সমালোচনা ভারতের পত্র পত্রিকাতেও লিখেছি। মানুষ লেখার প্রশংসা করেছে। কিন্তু আজ ‘ ‘করভা চৌত’ কি পুরুষেরা করে স্ত্রীর মঙ্গলের জন্য?’ এই প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ পঙ্গপালের মতো ঘিরে ধরে আমাকে, গালিগালিতে ভাসিয়ে ফেলে, ভারত থেকে যেন দূর হয়ে যাই হুমকি দেয়। এ এক নতুন ভারত। কল্পনার অতীত এক ভারত। অনেকের আচরণ। সত্যি বলতে কী, মুসলমান মৌলবাদিদের মত। চরম অসহিষ্ণু ।
আমি হিন্দু রাষ্ট্র ভারতের কথা ভাবি। ওই ভারতে কি সব উদারপন্থী এবং কট্টরপন্থী হিন্দু সুখে শান্তিতে বাস করতে পারবেন? ছোট জাত, বড় জাতে কোনও অসন্তোষ থাকবে না, নারী পুরুষে কোনো বৈষম্য? শুধু হিন্দুদের জন্য রাষ্ট্র! হতেই পারে। ইহুদিরা যেমন শুধু ইহুদিদের জন্য একটা দেশ বানিয়ে নিয়েছে, তেমন শুধু হিন্দুদের জন্য হতেই পারে একটি দেশ।
হিন্দু রাষ্ট্র থেকে আমাকেও বিদেয় নিতে হবে। কারণ আমি তো হিন্দু হতে যাবো না। আমি নাস্তিক, মানববাদ আমার ধর্ম। এটি নিয়েই আমি থাকবো। গৌরি লঙ্কেশ বোধ হয় মানববাদি ছিলেন, তিনিও তো হিন্দু রাষ্ট্রের জন্য যোগ্য ছিলেন না, আমিও যোগ্য নই।
তবে সবার মঙ্গল চাই আমি। ইহুদি রাষ্ট্রে ইহুদিরা ভালো থাকুক, হিন্দু রাষ্ট্রে হিন্দুরা ভালো থাকুক। মুসলমানের দেশে মুসলমানেরা ভালো থাকুক। আমি যেখানেই থাকি, থাকবো ব্রহ্মান্ডকে আমার পৃথিবী ভেবে, এই গ্যালাক্সিকে আমার দেশ ভেবে, সৌর জগতকে গ্রাম ভেবে, আর পৃথিবীকে আমার ঘর ভেবে। ধর্মে নয়, বিজ্ঞানে বিশ্বাস করা, কুসংস্কারে নয়, বিবর্তনে বিশ্বাস করা, মানুষকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইহুদি না ভেবে মানুষ বলে মনে করা, ধর্মীয় বা অধর্মীয় কোনও জাতীয়তাবাদে বিশ্বাস না করা মানুষটি যেখানেই বাঁচি, বা যতদিনই বাঁচি, নিজের সততা আর সাহসটাকে মরতে দেব না।
-ফেসবুক থেকে সংগৃহিত
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।