প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক বলেছেন-স্ব স্ব ধর্ম সঠিক ভাবে পালন করলে সমাজে কোন অন্যায়-অবিচার থাকতে পারে না। তিনি বলেন-প্রতি ধর্মই আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়। তাই ধর্মের বাণীকে আমাদের জীবনে কাজে লাগিয়ে সমাজ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। তিনি চৌফলদন্ডী পূর্ব হিন্দু পাড়া কালী বাড়ি পরিচালনা কমিটি ও একতা সংঘের উদ্যোগে সার্বজনীন ষোড়শ প্রহরব্যাপি মহানামযজ্ঞ উপলক্ষে স্থানীয় দক্ষিনেশ্বর কালী মন্দির প্রাঙ্গনে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাজ সেবক সদানন্দ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মসভার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ধর্মতত্ত্ববিদ অধ্যাপক অজিত দাশ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুনিল কান্তি দত্ত, চৌফলদন্ডী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসেম, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের অধ্যাপক এছারুল করিম, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহছানুল হক এহছান, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম। জেলা পুজা কমিটির সাবেক প্রচার সম্পাদক খোকন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ধর্মসভায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন-মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি নারায়ন কান্তি দে ও সাধারণ সম্পাদক সুভাষ কান্তি দে।