হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

ইউনিসেফ টেকনাফের প্রাইমারী স্কুল শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও শীতবস্ত্র হস্তান্তর করেছে। এসব স্কুল ব্যাগ ও শীতবস্ত্র শীঘ্রই শিশুদের মাঝে আনুষ্টানিকভাবে বিতরণ করা হবে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী বলেন ‘ইউনিসেফ টেকনাফ উপজেলার প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও শীতবস্ত্র হস্তান্তর করেছে। তম্মধ্যে রয়েছে ২৩ হাজার ৩৫০টি স্কুল ব্যাগ এবং ৭ হাজার ৯৪৬ প্যাকেট বিভিন্ন বয়সী শিশুদের শীতবস্ত্র। এসব সামগ্রী সোমবার ১২ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ৬৩টি সরকারী প্রাইমারী স্কুলের প্রতিষ্টান প্রধানগণের কাছে বিতরণ করেন। ২০১৮ শিক্ষাবছরে টেকনাফ উপজেলার ৬৩টি সরকারী প্রাইমারী স্কুলে ২৩ হাজার ৩৫০ জন শিশু ভর্তি হয়েছে। এরা সকলেই ইউনিসেফ প্রদত্ত বিনামুল্যে স্কুল ব্যাগ পাবে। তাছাড়া ভর্তি হওয়া মোট শিশুর ২৫% হিসাবে শীতবস্ত্র দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শক্রমে তারিখ নির্ধারণ করে একই দিনে পুরো উপজেলায় শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শীতবস্ত্র আনুষ্টানিকভাবে বিতরণ করা হবে’।

টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস, উপজেলা পরিষদের সিএ ছৈয়দ হোছাইন মামুন, উপজেলা শিক্ষা অফিসের মোঃ নুরুল আলম, সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।