কায়সার হামিদ মানিক,উখিয়া :
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার পলাতক অাসামী ও জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য শামসুল অালমকে গ্রেফতার করেছে।
উখিয়া থানার উপ -পরিদর্শক মিল্টন ও সহকারী উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিওিতে কোটবাজারে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত অাসামী কে অাটক করেন।
অাটককৃত ব্যক্তি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী গ্রামের মৃত ছালেহ অাহমদের ছেলে। অাটককৃত ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় একটি জি অার মামলা রয়েছে।যার নং-৬১/৯০।
উখিয়া থানার ওসি অাবুল খায়ের বলেন, দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।