সংবাদ বিজ্ঞপ্তিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিনের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
টেকনাফ সড়কে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন , কক্সবাজার জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কায়ুম,সাবরাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাশেম ভুলু,সাধারণ সম্পাদক নুরুল আলম,সিঃ সহ-সভাপতি আবুল মনজুর,সহ-সভাপতি বাদশা মিয়া, পৌর বিএনপির যুগ্ন স¤পাদক আব্দুর রহমান,টেকনাফ উপজেলা যুবদলনেতা নুর মোহাম্মদ সাগর, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক হেলাল উদ্দিন, সাবরাং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক একরাম, যুগ্ন আহবায়ক আলী আহমদ, যুগ্ন আহবায়ক আব্দুস শুক্কুর, সাবরাং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ শফিক প্রমূখ। এসময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। অবস্থান কর্মসূচীতে বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।