গত ১১ ফেব্রুয়ারী দৈনিক সৈকত সহ কয়েকটি অনলাইন পত্রিকা প্রকাশিত সংবাদে শিরোনাম “ ইসলামাদে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে গণধোলাই শিকার স্বামী ” তা সম্পূর্ণ মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন ।

আসল তথ্য এই যে , ইসলামাবাদ ইউনিয়নে আউলিয়াবাদের আব্বাস আহমদের পুত্র শাহাব উদ্দীনের সহিত ২০১২ সালে আমার বোন শিউলি জান্নাতের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । তাদের সংসারে ১ মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে । প্রায় সময় আমার বোনকে মারধর পূর্বক তার বাড়ীথেকে বের করে দেয় । অনেক সালিশ বিচার করে ও বোনের সুখের আশায় আবার তাহার হাতে উঠাইয়া দিই । গেল ১২ দিন আগে পরকিয়া প্রেমিকের সাথে আলাপ করা কালিন সময় আমার বোন এর প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে তার বাড়ী হতে বের করে দেয় । এরপর আমার বোন আমার বাড়ীতে চলে আসার পর শিউলি জান্নাত তার জন্য মামলা করার সিদ্ধান্ত নেয় । মেয়ে লোভী শাহাব উদ্দিন তা টের পেয়ে মামলার ভয়ে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়াছেন । যা শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে । সে আমার বাড়ীতে আসে নাই এবং তাকে না দেখা সত্ত্বেও  এত বড় মিথ্যা সংবাদ দিয়ে আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন করেছে । আমি উক্ত পরিবেশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

প্রতিবাদকারী

দেলোয়ার হোছেন

পিতা- আমির হামজা

সাং- মধ্যম গজালিয়ার ,

ইসলাবাদ , সদর , ককসবাজার ।