শাহিদ মোস্তফা শাহিদ :
আজ বিশ্ব ভালবাসা দিবস। এ দিনে পৃথিবীর সকল মা-বাবার প্রতি রইল হৃদয়ভরা ভালবাসা।দিবসটি প্রসঙ্গে লিখতে গেলে প্রচুর সময়ের ব্যাপার। যাক বাদ দিলাম,তবে এ দিনটি আমি উৎসর্গ করলাম সাগর নন্দিত পর্যটন শহর কক্সবাজারের সর্বপ্রথম সম্পাদিত পাঠক প্রিয় অনলাইন পত্রিকা কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) কে। আজ থেকে ১০ বছর পূর্বে সমাজের উন্নয়ন,সমস্যা,সম্ভাবনা, দুর্নীতি,অসহায় মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর হতে যে অনলাইনটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম কক্সবাজার নিউজ ডটকম। ২০১১ সালের কথা , সবেমাত্র সাংবাদিকতায় পর্দাপন। জেলা থেকে প্রকাশিত যে কয়েকটি পত্রিকায় কাজ করার জন্য আবেদন করেছিলাম সম্ভবত সেই আবেদন গুলো এখনো ড্রয়ার ভর্তি। লিখার জন্য কোন কাগজ পাচ্ছিলাম না। হয়ত বা বয়স এবং সাইজের যোগ্যতা না থাকায় সুযোগ হয়নি। কয়েকজন সিনিয়রের শরানাপন্ন হলাম। কেউ সাড়া দেয়নি, আগ্রহটাও ক্ষনিকের জন্য ভাটা পড়ে যায়। চ্যালেঞ্জ করেছিলাম কারো সহযোগীতা ছাড়া চ্যালেঞ্জিং পেশাকে বেছে নেব। ল্যাপটপ নেই,দামী মোবাইলও নেই।তথ্য প্রযুক্তির দেশে এসব ছাড়া জীবন অচল। ইসলামাবাদের একটি মাদক সংক্রান্ত তথ্য বহুল ঘটনা ২০ টাকা দিয়ে কম্পিউটারের দোকান থেকে লিখে সিবিএন এর মেইলে প্রেরন করেছিলাম। তখনো প্রিয় অনলাইনের সম্পাদক প্রিয় আকতার স্যারের সাথে পরিচয়ের সুযোগ হয়নি। রাতের দিকে ওয়েব সাইট ক্লিক করলে ভেসে উঠে আমার ক্রেডিটে সেই নিউজটি। খুঁশিতে আত্মহারা। আর পেপারের চিন্তা করিনি। চ্যালেঞ্জ করেছিলাম আমার যোগ্যতার মাপকাঠিতে পত্রিকা কতৃপক্ষ আমাকে ডেকে নেবে। প্রতিনিয়ত নিউজ পাঠাতে থাকি সিবিএনে। আপডেট হয়ে আসছে নিউজগুলো। সে থেকে হাল ছাঁড়িনি, বিনা বেতনে কাজ করেছি ৭ বছর । আজীবন করে যাব।

সিবিএন এর অভিজ্ঞতা দিয়ে স্থানীয় একটি দৈনিকে ডাক পেলাম। তাতে আমি গর্বিত,কারন অনলাইনটি আমার দুঃসময়ে সারথী হয়েছিল। পত্রিকা কতৃপক্ষের কর্মকান্ড ভাল না লাগায় পরিবর্তন করি আরো একটি দৈনিক তাতেও একই রকম। ২০১২ সালের দিকে  জনাব মুজিবুর রহমান সম্পাদিত দৈনিক আজকের কক্সবাজারের শ্রদ্ধেয় প্রিয়তোষ পাল পিন্টু দা’র হাত ধরে যোগদান করেছিলাম এ দৈনিকে। দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে একাধিক প্রতিনিধির ভীড়ে ফের কর্মস্থান পরিবর্তন করলাম। আবারো যোগদান করলাম আরেক প্রিয় নেতা মোঃ খোরশেদ আলম সম্পাদিত দিন বদলের দৈনিক রূপসীগ্রামে। সততা,নিষ্টা,সাহসীকতার সাথে কাজ করেছি প্রায় দেড় বছর।নিজের চিন্তা করিনি কখনো। সার্কুলেশনসহ আয় করে দিয়েছি ১লক্ষ ২০ হাজার টাকা মত। স্থানীয় প্রশাসন ও সমাজের কিছু কুচক্রী মহলের যড়যন্ত্রের শিকার হয়ে ছাড়তে হল এ দৈনিকটিও। উপায়ন্ত না দেখে একদিন সন্ধ্যায় চলে গেলাম আরেক শ্রদ্ধেয় বড়ভাই ফরহাদ ইকবালের কাছে। নিজের অভিজ্ঞতা ও সমস্যাদি তুলে ধরলাম। অকপটে অনুমতি দিল কাজ করার। নিয়মিত পাঠাতে লাগলাম দৈনন্দিন সংবাদগুলো। সে থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছি প্রিয় অনলাইন কক্সবাজার নিউজ ডটকম ও পাঠক প্রিয় দৈনিক সকালের কক্সবাজারে। সে থেকে  আমি সবচেয়ে পরিচিতি লাভ করেছি সিবিএনের মাধ্যমে। ভালবাসা,স্নেহ,শ্রদ্ধা মায়া,মমতা,সম্মান পেয়েছি অগণিত পাঠকের। কোনদিন টাকার পেছনে ছুঁটি নাই, ছুঁটে চলেছি সংবাদের পেছনে। দ্রুত পাঠকের কাছে সংবাদ পৌছাতে ত্যাগ করেছি জীবনের অধিক সময়। বিনিময়ে কিছুই চাইনি কারো কাছ থেকে। গভীর রাতেও বিরক্ত করেছি সিবিএন সংশ্লিষ্টদের। শুধু চেয়েছি পাঠকের কাছে তথ্য বহুল সংবাদ তুলে ধরতে। আপোষ করিনি সমাজের কীট ও দুর্নীতিবাজদের কাছে। দেখে শুনে কারো ক্ষতি করতে চাইনি। হুমকি,ধমকি, হামলার ভয় নিয়ে সত্যের পথে অবিচল থেকেছি সবসময়। কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় অনলাইন সংবাদপত্রের গুরু অধ্যাপক আকতার চৌধুরী স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি। দায়িত্ব পালনের সবার সহযোগিতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত প্রিয় পাঠক মহলকে সিবিএনের পক্ষ থেকে একরাশ রজনীগন্ধের শুভেচ্ছা জানাচ্ছি।

লেখক
সদর উপজেলা প্রতিনিধি ,দৈনিক সকালের কক্সবাজার ও কক্সবাজার নিউজ ডটকম।
সভাপতি ,ঈদগাহ্ রিপোর্টার্স সোসাইটি।