সিবিএন আমার কাছে এক প্রাণের সুর, যে সুরের মাঝে মানুষ পেয়ে থাকে তার প্রাণ। ঠিক আমি ও প্রতিটি সময় সিবিএনের মাঝে নিজেকে পেয়ে থাকি আমার লেখার মাধ্যমে, সিবিএন কথা বলে মানুষের হয়ে। সাধারণ মানুষের সকল সমস্যার কথা তুলে ধরে সিবিএন, আমি সিবিএনে এক বছর হলো লেখক হিসেবে লিখছি। সিবিএন পরিবারের সদস্য হতে পেরে নিজের মাঝে আলাদা এক ভালো লাগা কাজ করে, জীবন হাতে কলম যতদিন থাকবে সিবিএনের জন্য গল্প, কবিতা, কলাম, লিখে যাবো ততদিন। দশ বছরের পথচলার মধ্য দিয়ে সিবিএন তার নিজের ঘর কে করেছে শক্তিময় এক নতুন ঠিকানা, যেখানে থাকবে সকলের জন্য বলার বা লেখার ঠিকানা। সিবিএন তোমাকে ভালোবাসি………!
শুভেচ্ছান্তে
মোঃ গোলাম মোস্তফা ( দুঃখু )
বিতাকির্ক- শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ,
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।