অনলাইন সংবাদপত্রের পথচলা যখন শুরু হয় তখন অনলাইন নিউজ পোর্টালের ছড়াছড়ি ছিলনা। আজ থেকে নয় বছর আগেও আমাদের কক্সবাজার জেলায় অনলাইন সংবাদমাধ্যম বলতে কেবল কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) ছিল। আজ থেকে সিবিএন দশ বছরে পা রাখল।

প্রথম দিকে আমি সিবিএন-এ প্রায়ই সময় লিখতাম। প্রিয় আকতার ভাইয়ের সাথে খুব ভাব হল। একসময় আমার লেখালেখিতে ভাটা পড়ল। প্রথমে আমাদের রামু ডটকম এবং পরে কক্সবাজার ট্রিবিউন ডটকম চালাতে গিয়ে এবং মাসিক আমাদের রামু প্রকাশ করতে গিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ি। তবে সিবিএন নিয়মিত ভিজিট করি।

আমি মনে করি, কক্সবাজার থেকে পত্রিকা কিংবা নিউজ পোর্টাল যে বা যারা প্রকাশ করুন না কেন দেশ এবং কক্সবাজারের স্বার্থ, উন্নয়ন এবং কল্যাণে নিবেদিত হয়ে কাজ করলে সেক্ষেত্রে সকলের একটাই কর্তব্য হওয়া উচিত, তা হল সহযোগিতা করা। ভাল কাজের প্রশংসা করা।

সিবিএন দিন দিন আরো উচ্চতায় আরোহন করুক এবং বিস্তার লাভ করুক এটাই মনে প্রাণে কামনা করি।

সিবিএন টিম এবং সিবিএন-এর সকল পাঠকদের মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি।

শুভার্থী

প্রজ্ঞানন্দ ভিক্ষু

সম্পাদক

কক্সবাজার ট্রিবিউন ও আমাদের রামু ডটকম।

www.coxsbazartribune.com

www.amaderramu.com