সোয়েব সাঈদ, রামু
রামু উপজেলায় ডাকভাঙ্গা বাংলাদেশ পরিচালিত অন্যতম দুই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মৈশকুম ওসমান সরওয়ার আলম চৌধুরী প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বনভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নোমান মো. আবদুল্লাহ।
ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাসুম বিল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমগীর হোসেন, ডাকভাঙ্গা বাংলাদেশ এর সাবেক প্রজেক্ট কো-অর্ডিনেটর জনার্ধন কর্মকার সুমন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ জুয়েল তালুকদার, মৈশকুম ওসমান সরওয়ার আলম চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল খালেক মেম্বার, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, ছড়–য়া সম্পাদক ছড়াকার কামাল হোসেন, সাংবাদিক সোয়েব সাঈদ, ইউপি সদস্য আজিজুল হক প্রমূখ।
মৈশকুম ওসমান সরওয়ার আলম চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে
সহকারি শিক্ষক জুরমী বড়–য়া, রাজিয়া বেগম, শিউলী রানী দে, উম্মে সালমা, ছালেহা আকতার, আবদুল হামিদ, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছলিম উল্লাহ, সহকারি শিক্ষক মর্জিয়া বেগম, আরেফা আক্তার, সেলিনা আকতার, আলমগীর আলমসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ এবং ডাকভাঙ্গ বাংলাদেশ পরিচালিত বিদ্যালয় দুটির সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।