নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক সৈয়দ আরিফ আজাদ, পরিচালক (মেরিন) ডঃ একেএম আমিনুল হক ১৫ ফেব্রুয়ারী ২০১৮ বাংলাদেশের প্রথম ফিস একুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেন। অতিথিবৃন্দ রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ পৌঁছালে ব্যবস্থাপনা পরিচালক সফিকুর রহমান চৌধুরী, জিএম কাজী নিজামুল ইসলাম ও রেডিয়েন্ট সী রিসোর্স লিঃ এর পরিচালক আবদুল্লাহ ভুঁইয়া ফুলেল অভ্যর্থনা জানান।
অতিথিবৃন্দ ফিস ওয়ার্ল্ড এর বিভিন্ন একুরিয়াম ঘুরে দেখেন, মাছকে শিশুদের ফিডার দিয়ে খাবার খাওয়ান। তাঁরা বেসরকারী উদ্যোগে এরকম ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।
তাঁরা বলেন, দেশের ছাত্র ছাত্রী ও গবেষকরা এই একুরিয়াম থেকে শিক্ষা নিয়ে তাদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে পারবে। এরকম ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি দেওয়া হলে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।