আবুল কাশেম সাগর, রামু:

রামু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রামু কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হক। শনিবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৪ দিন ব্যাপী শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক নিজামুল হক।

সভায় বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক শহিদুল হক কাজল, অধ্যাপক শাহাব উদ্দিন, অধ্যাপক অহিদুল কবির, অধ্যাপক ইসরাত জাহান, অধ্যাপক আক্তার জাহান।

উপস্থিত ছিলেন, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক দিবস বৈদ্য, প্রভাষক নুরুল ইসলাম সুজন,প্রদর্শক মুজিবুল হক শরীর চর্চা বিষয়ক শিক্ষক জাহাঙ্গীর আলমসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা আনুষ্ঠানিক উত্তোলন ও শান্তির পায়রা উঠিয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিথিরা। চার দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ক্রীড়ার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।