হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
অবশেষে বহুল আলোচিত টেকনাফ বাস টার্মিনাল চালু করার উদ্যোগ নিয়েছে টেকনাফ পৌরসভা। সরকারী সিদ্ধান্তক্রমে বিশাল আয়তণের টেকনাফ বাস টার্মিনালে প্রাথমিকভাবে টিকেট কাউন্টার, যাত্রীদের জন্য শৌচাগার তৈরী এবং মাঠ ভরাটের পরিকল্পনার কাজ করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে টেকনাফ উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকভাবে গুরুত্ব সহকারে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হলেও এতদিন তা বাস্তবতার মুখ দেখেনি।

শনিবার বিকালে টেকনাফ পৌরসভার এলাকাধীন বাস টার্মিনালে টিকেট কাউন্টার নির্মান কাজ ও মাঠ ভরাটের পরিকল্পনার কাজ পরির্দশন করেন টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম। প্যানেল মেয়র-১ মওলানা মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আবু হারেছ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হোসন আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল গফুর শরীফ, পৌরসভার কর্মকর্তা, ঠিকাদার শব্বির আহমদ এবং এলাকার জনসাধরন এসময় উপস্থিত ছিলেন। পরে মেয়র নাইট্যং পাড়া আব্দুর রহমানের বাড়ী হতে আমিনার বাড়ী পর্যন্ত ৩২৯ মিটার ড্রেইনের কাজ, পরির্দশন করে, ২নং ওয়ার্ডে আমির হাউজ হইতে হাফেজ আবু বক্করের বাড়ী পর্যন্ত ১১২ মিটার ড্রেইন নির্মাণ চলমান উন্নয়নের কাজ সমূহ পরির্দশন করেন।