এস.এম রুবেল, মহেশখালী:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ফাইনাল পরীক্ষার ফলাফল বেরিয়েছে ১৭ ফেব্রয়ারী শনিবার। এবার গণিত বিভাগ থেকে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে মহেশখালীর মেয়ে হোসনে আরা। কক্সবাজার সরকারী কলেজ থেকে গণিত বিভাগে এবারের পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে। এবারের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় সিজিপিএ- ৪.০০ এ সিজিপিএ- ৪.০০ পেয়েছে এবং অনার্স ফাইনাল ফলাফলে সে সিজিপিএ- ৩.৯৪ পেয়ে গনিত বিভাগে বাংলাদেশে ১ম স্থান অধিকার করেছে। এর আগেও অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় সে সারাদেশে ১ম হয়েছিল।

এই অদম্য মেধাবী মেয়েটি জন্মেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে। বাবার নাম মুহাম্মদ শাহ আলম। তিনি পেশায় কৃষক। ৪ ভাই ৩ বোনের মধ্যে হোসনে আরা পরিবারের কনিষ্ঠ সন্তান। সাদামাটা গ্রামের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম নিলেও শত বাঁধা বিপত্তির মাঝে থেমে থাকেনি তার জীবন সংগ্রাম। সে প্রমান করেছে, শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেরাদের সেরা হওয়া যায়। প্রকৃত মেধাবীদের নিজ মেধা বিকাশে শুধুমাত্র একটা মাধ্যম হলেই চলে। সেটা হোক দেশের স্বনামধণ্য বিশ্ববিদ্যালয় অথবা কোন এক কোনায় পড়ে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ।

তার পড়ালেখা জীবনের অধ্যায় বিশ্লেষণ করলে দেখা যায়, শুরু থেকেই ১ম স্থানটা তার জন্য নির্ধারণ করা আছে। এই অপরাজিতা মেয়েটি ২০১০ সনে ইউনুছখালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছিল। ২০১২ সনে কক্সবাজার সরকারী কলেজ থেকে একই বিভাগে অনুরূপ জিপিএ-৫ পেয়ে এইচ.এস.সি পাশ করেছিল।