এম এনাম হোসেন, আরব আমিরাত থেকে:

যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতে মহান একুশে ফেব্র“য়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটিকেঘিরে বাংলাদেশ দূতাবাস,দুবাই বাংলাদেশ কনস্যুলেট একুশের প্রথম প্রহরের আগেই  আজমানে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারেদেশাত্ববোধক গানের মাধ্যমে কর্মসূচী  সূচনা করা হয়। একুশের প্রথম প্রহরে পুষ্পাঞ্জলী অর্পণ করে ইউএই  আজমান ঢাকাবিভাগীয় বিএনপি,আওয়ামী লীগ, যুবদল,আজমান ব্যবসায়ী নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, মহিলা পরিষদ, ইউএই যুব লীগ, ওসাংস্কৃতিক কেন্দ্র, প্রবাসী সাংবাদিক সমিতি সহ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী নিয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয়পতাকা উত্তোলন,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল।

’৫২ ভাষা শহীদরা রাষ্ঠ্রভাষা বাংলার দাবীতে যেভাবে লড়াই করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। সংযুক্ত আরব আমিরাতআজমান ঢাকা বিভাগীয় বিএনপি কর্তৃক সানাইয়ায়  মহান একুশে ফেব্র“য়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আলাচনা সভায়বক্তারা একথা বলেন। আজমান সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি  মো: করিমের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যরাখেন  সালাউদ্দিন আহমেদ,ফরিদ হোসেন, নীল রতন দাশ,রিয়াজুল ইসলাম, পাপ্পু খান, আবুল হাশেম ,মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ সগির, শুভাশ গোস,সুমন, জাকির হোসেন সহ আরো অনেকে। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনাকরে বিশেষ মোনাজাত করা হয়।