হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলায় মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় জাতীয়, কালো ও একাডেমিক পতাকা উত্তোলন, সাড়ে ১০টায় এক প্রভাত ফেরী কলেজ প্রঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক পদক্ষিন করে আবার কলেজ মিলনায়তনে মিলিত হয়।
১১টায় সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ ট্রাস্টি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি কায়সার উদ্দিন আহমদ, জসিম উদ্দিন, ইব্রাহীম খলিল।
সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষিকা রাবেয়া বিনতে বাদশাহের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ, ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন, ব্যবস্থাপনা প্রভাষিকা আমিরুন নেছা, বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষিকা তসলিমা আক্তার, ছাত্র আবু ছিদ্দিক আরমান, পারভেজ আহমদ ও ফারহানা আক্তার প্রমুখ।
এতে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সালাম,রফিক ও শফিকসহ নাম না যানা আরো অনেক ছাত্র জনতা। তখন পাকিস্তানী শাষকগুষ্ঠী গুলিতে নিহত হয় অনেকে। সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা সঠিক ব্যবহার করা জরুরী। এই অর্জনের চেতনাকে বুকে ধারণ করে সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে ভাষা শহীদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।