জাহেদুল ইসলাম :

লোহাগাড়ায় নারী ফোরামের অধীনে নারী উন্নয়ন ফোরামের আওতায় এলাকার ৪০ জন দুস্থ মহিলাদের মাঝে ১০ দিন প্রশিক্ষণ শেষে গতকাল ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সেলাই মেশিন প্রদান করেন লোহাগাড়া উপজেলা প্রশাসন।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো: আনোয়ার কামাল, বিশেষে অতিথি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার, মহিলা ভাইস-চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি গুলশান আরা বেগম, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মো: জামাল উদ্দিন সেলাই প্রশিক্ষক শামীম আক্তার ও রিনা আক্তারসহ প্রমূখ। বক্তারা বলেন, নারীদের উন্নয়েনর জন্য সরকার কাজ করে যাচ্ছেন। তারই ধারা বাহি কথায় লোহাগাড়া উপজেলায় অসহায় দুস্থদের ১০ দিন প্রশিক্ষণ শেষে ৪০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়। যাতে নারীরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

ক্যাপশন: লোহাগাাড়ায় দুস্থ মহিলাদের মাঝে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করছেন উপজেলা প্রশাসন।