প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। যেকোন সময় থেমে যেতে পারে জীবন। কিন্তু নিজ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে অনন্তকাল। মহৎ কর্মই মানুষকে অমরত্বদান করে। ভাল কাজ মানুষকে এক যুগ থেকে অন্য যুগে পৌছে দেয়। ঠিক তেমনি একজন প্রতিভাবান যুবক অকালেই ঝরে গেলেন। তার প্রথম মৃত্যৃু বার্ষিকীতে তার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা। বৃহস্পতিবার কালারমারছড়ায় মেধাবী মুখ প্রয়াত এমরানুল হক ইমু’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

বদিউদ্দিন মুজিব আনন্দধারা ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল। অধ্যাপাক সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ এহসানুল হক কাজল।

আলোচক ছিলেন ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল, মোহাম্মদ শরীফ মাতবর, শ.ম আবদুল জব্বার, মুহাম্মদ রুহুল আমিন, সেলিম চৌধুরী, মাস্টার ছিদ্দিক আহমদ ও জাকের হোছাইন।