নুসরাত পাইরিন:

কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে পর্যটক এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মহেশখালী ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।২২ শে ফেব্রুয়ারী সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায়ের করার কারনে যাত্রীরা ডিসি বরাবর অভিযাোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তিনটি স্পীড বোট জব্দ করা হয়। একই সাথে স্পীড বোটে লাইফ জ্যাকেট না থাকা, থাকলেও ব্যবহার অনুপযোগী লাইফ জ্যাকেট রাখা এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানো প্রভৃতি অভিযোগের বিষয়ে স্পীড বোট চালক এবং মালিকদের সতর্ক করা হয়।

পরে সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ১৫ টি অবৈধ ক্যামেরা জব্দ করা হয়। অভিযানে জেলা প্রশাসনের পেশকার মোঃজসীম উদ্দীন, ১৫ আনসার ব্যাটেলিয়ন ও বীচ কর্মীরা উপস্থিত থেকে আদালতকে সহযোগীতা করেন।