ডেস্ক নিউজ:
ঢাকায় বিএনপির ‘কালো পতাকা’ প্রদর্শনি কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসময় কর্মীদের লাঠিপেটা করে সেখান থেকে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।
জলকামান নিক্ষেপ
আটককৃত নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। অন্যরা দলের কর্মী।
শনিবার বেলা ১২টা ২০ মিনেটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে ডিবি পুলিশ।
ঢাকায় বিএনপির ‘কালো পতাকা’ প্রদর্শনি
বিএনপির অভিযোগ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। সকালে নেতা-কর্মীরা নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে অবস্থান করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সেখানে থেকে দফায় দফায় প্রায় অর্ধশতাধিক জনকে আটক করা হয়। এ মূহুর্তে দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামান।
বৃহস্পতিবার ঢাকায় সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আজ শনিবার এ কর্মসূচী ঘোষণা করে বিএনপি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।