এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিতেও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে এ যাতায়াতের সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে । বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে দৈনিক তাদের প্রিয় শিক্ষাঙ্গনমুখী হতে দেখা যাচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়,ঈদগাঁও বাজারের দক্ষিন পাশের অকেজো সড়ক সংস্কারের দেখা মিললেও আর আলমাছিয়া মাদ্রাসা সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য বললেই চলে। কোন বিবেকবান বা সুস্থ মানুষ একবার এসব রাস্তা দিয়ে কোনভাবেই যাতায়াত করলে দ্বিতীয়বার সে আর আসবেনা। এমন অবস্থায় পতিত হয়ে পড়েছে। ২৪ ফ্রেরুয়ারী বিকেলে এ সড়ক দিয়ে আসা এ সংবাদকর্মীর চোখে এমন দৃশ্য দেখা যায়। কবরস্থান সংলগ্ন রাস্তার মাঝ অংশে দুটি বড় গর্তের কারনে চলাচলে দারুন ভাবে ব্যাঘাত ঘটছে। সন্ধ্যাকালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। পথচারী নুরুল আজিম ও মোহাম্মদ আলম জানান, সড়কের প্রায় অংশে বড় বড় গর্ত আসলেই ঝুকিঁপূর্ন। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই। কয়েক শিক্ষার্থীরা জানান, বর্তমানে মাদ্রাসা সড়কটি সংস্কার অতীব জরুরী হয়ে পড়েছে। প্রতিনিয়ত মরন দশায় ভোগতে হচ্ছে ছাত্রছাত্রীসহ অসংখ্য সাধারন মানুষজনদেরকে। তাই দ্রুত সময়ে এ গুরুত্ববহ সড়ক সংস্কারের দাবী জানান পথচারী শিক্ষার্থী – যাত্রীরা।