শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় ইনোভেশন ফর ইমপ্রুভিং আর্লি গ্রেড রিডিং এ্যাকটিভিটি (আই.আই.ই.জি.আর.এ) প্রকল্পের আয়োজনে দুই দিনব্যাপি বই মেলা সোমবার ২৬ফেব্রুয়ারি সকাল ১১টায় মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
“বই পড়ি, আলোকিত আগামি গড়ি” এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। তিনি ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিকাশ ধর ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
আই.আই.ই.জি.আর.এ প্রকল্পের উপজেলা শিক্ষা ব্যবস্থাপক মো. গোলাম রসুলের সার্বিক তত্ত্বাবধানে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।