রাষ্ট্রপতি পদক পেলো রামুর আনসার কমান্ডার এম.আবু শাহমা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০৪:১৯ , আপডেট: ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০৪:২১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


এম.আবু শাহমাকে পদক পরিয়ে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
সত্যতা, দক্ষতা ও সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পদক লাভ করেছেন রামু উপজেলা আনসার-কোম্পানি কমান্ডার ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য এম আবু শাহমা।
তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জাংছড়ি বলোবাসা গ্রামের মৃত মোঃ হোসেনের ছেলে।
গত ২০ ফেব্রুয়ারি গাজীপুরের সফীপুর আনসার-ভিডিপি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তাকে এই পদক পরিয়ে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
সাথে ছিলেন আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নুরুল আলম, উপ-মহাপরিচালক সাইফু উদ্দিন মোঃ খালেদ এসময় তাকে ৫০ হাজার টাকার একটি চেকও তুলে দেওয়া হয়।
এম আবু শাহমা ১৯৮৩ সালে আনসারে যোগদান করেন। দীর্ঘদিন সুনামের সাথে কাজ করায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ট আনসার কোম্পানি কমন্ডার হিসাবে তাকে এ পদকে দেওয়া হয়।