জে,জাহেদ চট্টগ্রাম:
পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনসহ ১৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ফারুক আহমেদ এই আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পিপি মো.ফখরুদ্দিন চৌধুরী এই তথ্য দিয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি দুপুরে বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
পরে পুলিশ নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ ১৬ জনকে আটক করে। আটক নেতাকর্মীদের মধ্যে চারজন নারী।
এই ঘটনায় ৯ ফেব্রুয়ারি নগরীর কোতয়ালী থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে এবং সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়।
দুই মামলায় শাহাদাতসহ ১২ জনকে দুই দফায় দুইদিন করে চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।