জাহেদুল ইসলাম, লোহাগাাড়া :
লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, হত দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে “ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাষ্ট”র তত্বাবধানে অর্থায়নে আধুনগরে নির্মিত “নাইস হসপিটাল লিমিটেড”র নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ২৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় এক দোয়া মাহফিল অনুৃষ্ঠিত হয়।
এ উপলক্ষে নির্মিতব্য হাসপাতাল প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ও সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম। ভিত্তি প্রস্তর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফের পীর ছাহেব বাহারুল উলুম আলহাজ¦ মাওলানা শাহ কুতুব উদ্দিন (মাঃজিঃআঃ)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া ইসলামিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিব উল্লাহ, কাজী মাওলানা মো: নাছির উদ্দিন, মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুল আবছার, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিম উল্লাহ, নোমান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শিল্পপতি আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের ও লোহাগাড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসাইন, চুনতি হাকিমিয়া কামিল মাদর্সাার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্ট’র পরিচালক মো: নুরুচ্ছফা, উপজেলার মসজিদের ইমামসহ মাদ্রারাসার প্রধানগন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা মো: খালেদ জামিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।