ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদুল হাসানের উপর দুষ্কৃতিকারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা। ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টার দিকে তারা প্রথম দফায় থানা প্রাঙ্গণে এবং পরে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জিগারুন নাহার, সহকারি শিক্ষক সজল দাশ, সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেয়।
এ দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সহমত পোষন করে মানববন্ধনে যোগ দেন কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুচ্ছাফা, কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নাছির উদ্দিন প্রমূখ।
মানব বন্ধনে শিক্ষকের উপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের কাছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ১০টার দিকে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদুল হাসান বাড়ি ফেরার পথে কয়কেজন দুষ্কৃতিকারী তার উপর হামলা করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।