অাবুল কাশেম সাগর,রামু :
রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের অভিযানে সিএনজি তল্লাসী করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট ও পাচারকারী সিএনজি চালক মনজুরকে (২০) নামে একজনকে অাটক করেছে পুলিশ।
সোমবার ২৬ ফেব্রয়ারি বিকাল ৪টা ৫০ মিনিটের সময় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের তুলাবাগান হাইওয়ে থানার সামনে তল্লাসী করে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, সিএনজি চালককে গাড়িসহ অাটক করে। অাটককৃত সিএসজি চালক উখিয়া উপজেলার পালংখালি পারিরবীল গ্রামের অাবদুস সালামের ছেলে বলে জানা গেছে। রামু ক্রসিং কুমিল্লা রিজিওনাল তুলা বাগান এর অফিসার ইনচার্জ ( ওসি) মো.মোজাহিদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, এটিএসঅাই অাক্তার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নিয়ে সিনএজিতে বিশেষ কায়দায় থাকা ইয়াবা ট্যাবলেট, চালক ও গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট অাইনে মামলা প্রক্রিয়া চলছে। এদিকে চলতি বছরে রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পাচারকারীকে অাটকের বিষয়কে দৃষ্টান্ত বলে ওসি হাইওয়েকে ধন্যবাদ জানান সচেতন মহল।
রামু হাইওয়ে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার: পাচারকারীসহ সিনএজি জব্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।