সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর বাসিন্দা প্রবাসী শাহজান বাবুল সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজেউন। সোমবার ষ্টোক করলে তিনি বাংলাদেশ সময় বিকেল ৬ টার সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের হাজী সোলতান আহমদের বড় পুত্র। তিনি র্দীঘ ২২ বছর ধরে সপরিবারে সৌদি আরবে বসবাস করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র,৫ কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারই ছোট ভাই আলা উদ্দীন জানায়, র্দীঘ দিন ধরে তার ভাই শাহজান বাবুল সৌদি আরবে প্রবাসী জীবন যাপন করছেন। গত বছর ছুটিতে বাড়ি ঘুরে গেছেন। চলতি বছরও আসার কথা ছিল। সোমবার সন্ধ্যায় তার পরিবারের মারপত খবর আসে তিনি ষ্টোক করে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।