প্রেস বিজ্ঞপ্তি:

একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যৎ প্রজন্মকে স্ব-স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজে শিষ্টাচার বজায় রাখতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই। কক্সবাজার চাউল বাজার গীতা সংঘ কর্তৃক প্রতিষ্ঠিত ৩৮তম সার্বজনীন ষোড়শপ্রহরব্যাপি মহানামযজ্ঞ উপলক্ষে শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম প্রাঙ্গনে আয়োজিত শ্রীমদভগবদগীতা পাঠ, বক্তৃতা ও ধর্মীয় সংগীত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।

বিশিষ্ঠ ভাগবতীয় আলোচক অধ্যাপক অজিত দাশের সভাপতিত্বে ও সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-বিশিষ্ট শিক্ষাবিদ রাজ বিহারী চৌধুরী, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নারায়ন দাশ, মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অজয় দে সাধু, অর্থ সম্পাদক শ্যামল দে, কৃষ্ণানন্দধাম গীতা স্কুলের শিক্ষক ডাঃ কমল হরি পাল ও পরিমল দে।

স্বাগত বক্তব্যে রাখেন-শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক সেবক পাল। এতে সংবর্ধিত করা হয় জেলার প্রবীণ গীতা শিক্ষক হরি সাধন পালকে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজ বিহারী চৌধুরী, মৃদুল মল্লিক, পুষ্প রাণী দে, সোমা দাশ, মহুয়া, প্রিয়ন্না দে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন অরিজিত দাশ অনন্য।