ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারের টেকনাফ সেন্টমাটিন্স ছেড়াদ্বীপের দক্ষিন পূর্ব দিকের সমুদ্র এলাকা থেকে মাছ ধরার ট্রলার থেকে ৩ লক্ষ ইয়াবাসহ ৬ মিয়ানমারের (মগ সম্প্রদায়) নাগরিক আটক করেছে কোস্টগার্ড। জব্দকৃত ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান অভিযান চালায়।
টেকনাফ স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
কোস্টাগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ সিবিএনকে জানান, মিয়ানমারের কিছু লোক মাছের বোটের আড়ালে ইয়াবা আনছে এমন সংবাদে অভিযান চালানো হয়। আটক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী প্রতিনিয়ত সমুদ্র উপকূলীয় এলাকায় এ ধরণের অভিযান চালাচ্ছে। গত ১ সপ্তাহে ৬ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।