হারুনর রশিদ,মহেশখালী :

মহেশখালী উপজেলাতে এনজিও সংস্থা প্রত্যাশীর মাদক বিরোধীর র‌্যালী ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী দুপুর ১২টার সময় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও প্রত্যাশীর কালারমারছড়া শাখার আয়োজনে মহেশখালী কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রত্যাশী সাংস্কৃতিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাদক ও ইয়াবা বিরোধী সচেতনতামূলক র‌্যালি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা সত্বরে এসে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম,উপস্থিত ছিলেন মহেশখালী কলেজের শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক , প্রত্যাশীর কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ আরিফ উদ্দিন,নুর মোহাম্মদ উজ্জ্বল,মোহাম্মদ সোহেল রানা,মনিটরিং অফিসার জুনায়েদ আলী ও মহেশখালী কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম বক্তব্য দান কালে বলেন,মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্বক ব্যাধী। যুব সমাজকে ধবংশ করে মাদক।মাদকের বিরোদ্ধে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সুচ্ছার হতে হবে। মাদকের বিরোদ্ধে প্রশাসন কঠুর অবস্থানে রয়েছে। দেশ ও সমাজ বিরোধী কোন কর্মকান্ড হচ্ছে এ ধরনের তথ্য পেলে প্রশাসনকে অবহিত করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান তিনি।