মানবজমিন : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের বন্ধু হিসাবে আমরা এখানে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ মূলক নির্বাচন দেখতে চাই। এ নির্বাচন ঘিরে কোন সহিংসতা আমরা দেখতে চাই না। তিনি আরো বলেন, কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দুর্বলতা নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মার্কিন দূত বলেন, এখানে কারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তা দেশের জনগণই ঠিক করবে। মার্কিন দূত রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন।
তার কাছে প্রশ্ন ছিল, সম্প্রতী মার্কিন সরকার সাতটি সন্ত্রাসী দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এর মধ্যে আইএসআইএস-বাংলাদেশ নামেও একটি সংগঠনের কথা বলা হয়েছে। তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশে এমন সংগঠনের অস্তিত্ব বরাবরই অস্বীকার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। জবাবে তিনি বলেন, এখানে আইএসআইএস আছে আমরা তা বলছি না। তবে আমরা বলেছি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনটির সঙ্গে বাংলাদেশের কিছু লোকজন নানা ভাবে জড়িত আছে।
‘বাংলাদেশে অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই’
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।